মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ সদর থানায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।

এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ছুরি, মোবাইল সেট ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। 

শুক্রবার (১ মার্চ) র্যাব-১১ এর সদর দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। 

র্যাব-১১ জানায় এরা প্রতিটি এলাকার অলিগলিতে দলবদ্ধ হয়ে সমাজের মধ্যে আতঙ্ক সৃষ্টিসহ হত্যা ও ছিনতাইয়ের মতো কাজে লিপ্ত থাকে। এছাড়াও তারা মাদক বিক্রি ও সেবন করে সমাজে ত্রাস সৃষ্টি করে। 

র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

টিএইচ